সুন্দর তুমি।
বিশ্বজিৎ দাস (ময়ূর)


আমি বলি, সুন্দর তুমি
কেনো সাজো এতো?
মেকআপ ছাড়া তোমায়
লাগে সুন্দরের সুন্দরতম।

বুঝি না, এই কথাটা কেন তুমি
বিশ্বাস করো না কোনোমতে!
আমার কি আর মিথ্যা বলার
সাধ্য আছে তোমার রূপ নিয়ে!

সেই যে ঢুকলে সন্ধাবেলা
তোমার সাজের ঘরে।
তারপর থেকে তোমার দেখা
আর পাইনি কোনোমতে।

সেই সন্ধ্যা থেকে শুনছি তোমার
লাগবে আর পাঁচ মিনিট।
আমার একটি প্রশ্ন তোমায়-
তোমার কাছে কি সেই পাঁচ
মিনিটের হচ্ছে না কোনোমতে ইতি!

বন্ধুর বিয়েতে যাবো বলে ,
সাজতে বলেছিলাম তোমাকে।
খাওয়া-দাওয়া আর আড্ডা দেবো
তাই বলেছিলাম তাড়াতাড়ি গোছাতে।
এখন দেখছি তোমার জন্য
থাকবে না আনন্দের কোনোকিছু।

এবার অন্তত বিশ্বাস করো গিন্নি।
তোমায় লাগছে অনেক সুন্দরী।
চলো চলো এবার তাড়াতাড়ি
চলো প্রানের বিয়ে বাড়ি।