শ্রেষ্ঠ তুমি
বিশ্বজিৎ দাস (ময়ূর)
বড়ো হয়ে জীবনে দেখি
জীবন খুবই সোজা।
উল্টোপাল্টা ভেবে বসি
তাই জীবনে বাঁধে চিন্তা।
শোনো শোনো আমার কথা
কেনো করো এত চিন্তা !
চিন্তা তোমায় দেবে না কিছু
নেবে শুধু তোমার সাহসিকতা।
ভবিষ্যতে যা হবে তা দেখা যাবে
কেনো ভাবো এসব কথা?
নিজের প্রতি বিশ্বাস রাখো
তাহলে তুমিই হবে তোমার রাজত্বের
শ্রেষ্ঠ সিংহাসন অধিকর্তা।