কবিতার নাম :- সেই মেয়েটি
কলমে :- বিশ্বজিৎ দাস (ময়ূর)


দেখতে মেয়ে মন্দ নয়।
রূপের ঘটা কতো !
গুনের কথা শুনলে মেয়ের ,
সবাই হবে মুগ্ধ।

বিয়ের বয়স হলো মেয়ের ,
কেমনে দেবে বিয়ে।
সেই চিন্তাতেই বাপ -মায়ের
ঘুম আসে না কোনমতে।

মিত্র বেশে এলো শত্রু
করবে মেয়ের বিয়ে।
বাপ -মা তো বোঝেনি
কেমন সে ছেলে।

দেখতে নেহাত ভদ্র ছেলে
আসলে সে পাচারকারী।
গ্রামে গ্রামে ঘুরে সে
করে লুটোপুটি।

ব্যাপক করে হল বিয়ে
চললো তারা ঘরে।
মেয়ে আমার সুখী হবে
ভাবে বাপ - মা - এ।

সুখ আর সইলো না বুঝি
বাবা -মায়ের কপালে।
জামাইয়ের ঘরে গিয়ে দেখে
কেউ নেই ঘরে।