কবিতার নাম:- শৈশবের স্মৃতি মেলা
কলমে:- বিশ্বজিৎ দাস। (ময়ূর)
ভোর পাঁচটায় বিছানা ছেড়ে,
উঠতাম অলসতাতে।
তারপরেতে মুখটি ধুয়ে,
ডুবতাম বইয়ের পাতাতে।
ঘড়ির কাটায় যেই কিনা
বাজত সাড়ে দশটা,
সাদা জামাটা পড়ে কিনা
ছুটতাম স্কুল পানে।
সকাল থেকে সারা দুপুর
থাকতাম ওই স্কুলখানাতে।
গল্প হতো ঝুড়ি ঝুড়ি
থাকতো না কোনো নিষিদ্ধতা।
অংকের ক্লাসের স্যারের
দুরন্ত চকের সাক্ষী হওয়া।
গল্পের মত ইতিহাস বলা
সে ছিল এক স্যারের পারদর্শিতা।
সাড়ে চারটে বেজে উঠলে
ছুটতাম বাড়ি পানে।
ব্যাগ খানা রেখে কিনা
ছুটতাম মাঠ পানে।
সন্ধ্যে হলে ফিরতাম আমি
আবার বাড়ি খানাতে
মুখটি ধুয়ে বসতাম আমি
আবার বইয়ের পাতাতে।