সাহসী এক নারী।
বিশ্বজিৎ দাস (ময়ূর)
রাস্তার ধারের ওই ছেলেটি
কেমন যেনো মা দেখি!
অবাক ভাবে চেয়ে থাকে
ভয় লাগে মা ভারি।
একদিন সে ধরলো মোরে
ছাড়বে না কোনোমতে।
আমায় সে দুর্বল ভেবে
তার কাম মেটাতে আসে।
অন্ধকারে রাত ছিল,
ফিরছিলাম অফিস থেকে।
এমন করে জড়িয়ে ধরবে
ভাবিনি মা আগে।
আজও আমি অন্ধকারে
কান্না করি বসে।
ক্ষমতা আমার ছিলো বোলে
বেঁচে গিয়েছিলাম সেই দিনে।
আমার মতো কতো মেয়ে
ধর্ষিত হয় দিনে-রাতে।
এমন এক সমাজ থেকে
মুক্তি কবে হবে?
ভেবেছিলাম জিজ্ঞাস করবো-
এভাবেই কি সারা জীবন,
মোদের ধর্ষকের ভয়ে
পালিয়ে বেড়াতে হবে?