গীত কবিতা

শিরোনাম :- রক্ষা কর মা !
কলমে :- বিশ্বজিৎ দাস (ময়ূর)


জগৎ জুড়ে হাহাকার মা,
তুই কোথায় মা থাকিস বল মা?
শক্তিরুপে জাগ এবার মা
রক্ষা কর মা পৃথিবীটা।

জগৎ যখন রোষানলে
কি করে বল মা তোর ঘুম আসে?
তোর ওই দুটি পায়ের তলে
থাকতে দে মা সবাইকে।

জগৎ যে মা কাঁদছে ওগো
নেনা মা তুই কোলে তুলে।
আর কতকাল থাকবি মাগো
সবাইকে মা আড়াল করে।

শক্তিরুপে যাগ এবার মা
রক্ষা কর মা পৃথিবীটা।
তোর ওই দুটি পায়ের তলে
থাকতে দে মা সবাইকে।

আর কতকাল থাকবি মাগো
সবাইকে মা আড়াল করে।
জগৎ জুড়ে হাহাকার মা
তুই কোথায় মা থাকিস বল মা?

আর কতকাল নিবি পূজা
এবার মা তুই জাগ মা শ্যামা।
শক্তিরূপে জেগে মা তুই
রক্ষা করগে পৃথিবীটা।