প্রথম কাছে আসা
বিশ্বজিৎ দাস (ময়ূর)
নিশিতে যখন জোয়ার উঠলো,
তখন জাগলো মনে ব্যথা।
তোমার কাছে কবে যাবো,
কবে হবে মোদের দেখা!
জোয়ার যখন থেমে গেল
ভাটা এলো মোর মনে।
তখন দেখি চাঁদ তারারা
গল্প করে কাছে এসে।
তখন ভাবি মনে মনে
তবে কি আজই হবে!
মোদের কাছে এসে
ভালোবেসে প্রথম কথা বলা।
ভোরের আঁধারে তোমার দুয়ারে
গেলাম তোমার কাছে,
দরজা খুলে তুমি তখন
নিলে কাছে টেনে।
তারপরেতে ঘটলো মোদের
প্রথম কাছে আসা।
কাছে পেয়ে সারা হলো
মোদের কতশত গল্পকথা।