প্রেমিক হবো
বিশ্বজিৎ দাস (ময়ূর)


ভেবেছিলাম প্রেমিক হবো,
তোমার প্রেমে পড়ে।
একটা-দুটো তারা খসবে
আমাদের প্রেম দেখে।

রোজ সকালে হাঁটবো দুজন,
করবো অনেক গল্প।
মিষ্টি সুরে বলবো আমি
সেই কবিতার গল্প।

মাঝে মাঝে তাকাবো আমি
তোমার চোখের দিকে,
মুচকি হেসে তখন তুমি
ডাকবে তোমার কাছে।

কাছে দূরে যেথায় থাকো
পড়বে তোমায় মনে।
ভালোবাসা দেবো শুধু
তুমি আমার বলে।

তবে প্রেমিক হওয়ার সুযোগ
আমার  দিলে না কোনোমতে,
তাইতো আমি ঘুরে বেড়ায়
নির্জন পথে ঘাটে।