কবিতার নাম:- প্রেমময়ী
কলমে:- বিশ্বজিৎ দাস (ময়ূর)


শরতের কোনো এক নির্জন
কুয়াশামাখা শিশির ভেজা ভোরে;
আমি আর তুমি চলেছি হেঁটে,
মাঝখানে নেই কোনো বাঁধা।
বলো একবার আজ চেঁচিয়ে
"আমি শুধু তোমারই।"
তোমার তাচ্ছিল্য ভরা মায়াতে
আসক্ত হয়ে, মুগ্ধ হবো,
তোমার অপরূপ চুলের গন্ধে।
তোমার পায়ের নুপুরের আওয়াজে,
জেগে উঠবে সোনালী প্রকৃতি।
প্রকৃতি ও আমাদের অবিভক্ত
প্রেমের সাক্ষী থাকতে চাইবে।
সাক্ষী থাকবে সূর্যের সোনালী রোদ।
সাক্ষী থাকবে কুয়াশা মাখা নির্জন ভোর।
সাক্ষী থাকবে শরতের সেই কাশ ফুল
সাক্ষী থাকবো আমি আর তুমি।
আজ আর কোন কথা নয়,
আজ শুধু তুমি আমারি।