পেয়েও না চাওয়া
বিশ্বজিৎ দাস (ময়ূর)

আকাশ যেদিন মেঘলা হবে
নামবে বৃষ্টি শহরে ,
মানুষ সেদিন চাইবে এক পড়ন্ত
বেলার রৌদ্দুরকে।

ঠিক তেমনি ,
বাতাস এলে ভয় করে যার
লুকাতে চাই কামরার কোণে ,
সেই ছেলেটাই গ্রীষ্মের রোদে
কান্না করে বাতাসকে পেতে।