পাশ করিয়ে দাও
বিশ্বজিৎ দাস (ময়ূর)
সারা বছর বই খোলে না ছেলে,
সরস্বতী পুজোর দিন মায়ের পায়ে।
মাগো পাশ করিয়ে দাও
আর বাদরামো করবো না গো মা।
সরস্বতী মা তখন চেঁচিয়ে বলে-
প্রতিবছর তোর এই কথা শুনে
আমি ক্লান্তরে ছেলে!
সারা বছর বই খুলবে না,
পূজার দিন আমার পায়ে।
যা যা শুনবো না এবার
কারোর পাশ করানোর কথা।
হেডফোন নিয়ে এসেছি আমি,
ডিজিটাল হেডফোন।
কেমন ব্যবহার করিস তোরা,
শুনতে পাসনা কারোর কথা।
এবার আমিও নিয়ে এসেছি,
ডিজিটাল হেডফোন।
আমিও এবার শুনবো না
কারোর পাশ করানোর কথা।
যা যা ফেল কর তোরা।