কবিতার নাম :- পরজন্মে আমি
কলমে :- বিশ্বজিৎ দাস (ময়ূর)
পরের জন্মে আমি যেনো আবার
বাঙালি হয়েই জন্ম গ্রহণ করতে পারি।
এই জন্মের না পাওয়া,
পরের জন্মে যেনো মিটিয়ে নিতে পারি।
এই জন্মে বনলতা হতে চাওয়া
সেই শখ যদি নাইবা মেটাতে পারি,
তবে পরের জন্মে আমিই যেন
বনলতা হয়ে জন্মগ্রহণ করতে পারি।
এই জন্মে প্রেমিক হতে গিয়ে
গায়ে যদি কলঙ্কের দাগ লাগিয়ে ফেলি,
তবে পরের জন্মে তোমার প্রথম ও শেষ প্রেমিক হয়ে
সেই দাগ যেনো তুলে ফেলতে পারি।
এই জন্মে তোমার প্রথম ও শেষ
প্রেমিক হয়ে উঠতে পারলাম না।
বনলতা হতে চেয়েও
আমি বনলতা হয়ে উঠতে পারলাম না।
দুঃখ আমার তেমন কিছুই রইল না এই জীবনে।
তবে পরের জন্মে এত কিছু হওয়ার আগে,
এই জন্মে যেনো..........
একজন ভালো মানুষ হয়ে উঠতে পারি।