কবিতার নাম:- নারীর প্রাপ্তি।
কলমে :- বিশ্বজিৎ দাস (ময়ূর)
সমাজ যখন উজ্জ্বলতার
আলোয় আলোকিত হয়ে উঠছে।
সেই উজ্জ্বলতার আলোয়
আলোকিত হচ্ছে ভবিষ্যত প্রজন্ম,
তাহলে আজও কেন
নারীকে রাখা হলো অন্ধকারে?
নারীকে কেন অন্ধকার থেকে
উজ্জ্বলতার আলোয় আনা হলো না ?
আজও কেন নারী সন্তান
জন্ম হলে নারীকেই দায়ী করা হয়?
সবের মূলে ছিল সেই পুরুষ,
তাহলে কেন পুরুষ দোষী নয়?
নারীকেই কেন হাজারো
প্রশ্নের সম্মুখীন হতে হয়?
আজও কেন পুরুষের লালসায়
নারীকেই হত্যা হতে হয়?
আজও কেন রাস্তা দিয়ে
যাওয়ার সময় পুরুষের
কুৎসিত নজরে সাক্ষী কেন
নারীকেই হতে হয়?
প্রতিবাদে গর্জে উঠে
আমরা নারী সমাজ।
আমরা বাঁচতে চাই।
আমাদেরকে বাঁচতে দাও।