মোহ
বিশ্বজিৎ দাস (ময়ূর)


যতোবার তুমি আমায় ডাকো,
ডাকো নিজের কাছে।
ততোবার আমি তোমার কাছে
যায় বারবার চলে।

তবে যখন আমি তোমায় ডাকি,
ডাকি আমার কাছে
তখন দেখি তুমি আর
আসোনা আমার কাছে!

এমন কেনো করো তুমি,
বলবে আমায় কবে?
আমাকেই কেনো তোমার কাছে
যেতে হবে বারে বারে!

তবে এবার তুমি এসো প্রিয়,
এসো আমার কাছে।
ভালোবাসা দিয়ে তোমায়
যেতে দেবো না আর দূরে।