কবিতার নাম :- মা ।
কলমে :- বিশ্বজিৎ দাস। (ময়ূর)
মা তুমি সত্যিই অনন্যা।
তোমার নেই কোনো তুলনা।
তুমি না থাকলে হয়তো
এতো সুন্দর হতো না
আমার এই জীবনটা।
সেই ভোর পাঁচটায়,
সবার ঘুম থেকে ওঠার আগে,
তুমি নিয়োজিত হও
তোমার কর্ম বিরতিহীন,
পারিশ্রমিকহীন সাংসারিক জীবনে।
ভোর পাঁচটা থেকে সারা দুপুর,
দুপুর কাটিয়ে সন্ধ্যা,
সন্ধ্যা কাটিয়ে রাত চলে আসে ,
তবুও তোমার কর্মের
হয় না কোনো শেষ।
তুমি ভাত না বেড়ে দিলে
কখনও কখনও হয়না খাওয়া।
কখনও রাত্রে শোয়ার সময়
বিছানা না করে দিলে
হয় না ভালো ঘুম।
তোমার শূন্যতা বুঝতে পারি
জানো মা কখন ?
তুমি বাড়ি না থাকলে!
ঘড়ির কাটা হয়তো থামেনা
সে বয়ে যায় তার নিয়মে।
কিন্তু আমার জীবন তখন
থেমে যায় তোমার অভাবে।
মাঝে মাঝে তোমার সঙ্গে
সামান্য ব্যাপার নিয়ে
শুরু করি ঝামেলা ।
কিন্তু সেটা অল্পক্ষণেরই
তোমার "বাপ"ডাকে
কেটে যায় সমস্ত অভিমান।
মা তুমি সত্যিই অনন্যা।
পাওয়া না পাওয়ার ভিড়ে
তুমি ছিলে আমার জীবনের
সবথেকে বড় এক পাওয়া।
মা তুমি সত্যিই অনন্যা
তোমার নেই কোনো তুলনা।