কলমের আত্মকথা
বিশ্বজিৎ দাস (ময়ূর)
দাম আমার বেশি নয়
মাত্র তিন টাকা।
তাই হয়তো অনেক মানুষ
মোরে করে অবহেলা।
কেউ কেউ আমায় ভালোবেসে
রাখে অনেক যত্নে।
তাদের কাছে যেতে পারলে
ধন্য আমি নিজে।
কেউ কেউ আবার ছুঁড়ে মারে
তখন লাগে অনেক ব্যথা।
আমারও তো একটা মন আছে
কেনো বোঝোনা তোমরা!
তবে গর্বে বুক ফুলে ওঠে
যখন জানতে পারি,
আমায় ব্যবহার করেই কেউ
ভরিয়েছে সাফল্যের ব্যাগখানি।
সৃষ্টির নেশায় মেতে থাকলেও
আমি ধ্বংস ঠিকই করি।
আমার হাতেও মৃত্যু হয়
জানবে তারা, পড়েছে যারা
নিখিল সরকারের প্রবন্ধটি।
( এখানে প্রবন্ধ বলতে" হারিয়ে যাওয়া কালিকলম" কে বোঝানো হয়েছে।)