কিছুটা হাসি
বিশ্বজিৎ দাস (ময়ূর)
এমন চুল কেটে দেবো,
দেখবে লোক চেয়ে!
তাকাতো যদি একটা মেয়ে
তাকাবে এবার দশটা মেয়ে।
এই কথাটা শুনে, আমি
হেসে বললাম কাকুরে-
আমি নেহাত সাদাসিধে !
এতদিন কাটছি চুল
বোঝোনি তুমি আমারে।
মুচকি হেসে বললো কাকু,
মজা করছি রে তোর সাথে।
এমন করেই তো মজা করে
থাকতে হবে আমাদেরকে।
টাকার সুখ তো,
আমাদের নেই কপালে;
তাই হাসি মজা করেই
কাটাতে হবে এ জীবনটাকে।