কেনো এত বিভাজন?
বিশ্বজিৎ দাস (ময়ূর)
আহা ! কি সুন্দর পরিপাটি ,
আমাদের এই অস্থিসম মানবদেহতে।
সুন্দর রং বেরঙের পোশাকে
সাজিয়ে তুলি আমাদের মানব দেহকে।
বিচ্ছেদ করি আমরা সাদা
ও কালো চামড়ার মানুষদেরকে।
কালোর প্রতি কুৎসিত নজরে
চেয়ে থাকি হিংস্র ভাবে।
কখনো ভেবে দেখেছেন ?
প্রত্যেক মানুষের রক্তের রং লাল।
কখনো ভেবে দেখেছেন ?
অস্থির উপর মাংসের প্রলেপ ছাড়া ,
কিছুই নয় আমাদের এই শরীর।
তাহলে কেনো এত বিভাজন ?