কবিতার নাম :- কেনো চলে গেলি?
কলমে :- বিশ্বজিৎ দাস ( ময়ূর )


পঞ্চাশটা বছর কাটিয়েছি তোর সাথে,
বলেছিলিস আরও পঞ্চাশ বছর থাকবি।
আমার সঙ্গে, আমার সংসারে।

তোর গন্ধ যুক্ত কোমল কালো চুলকে
সাদা হতে দেখেছি আমি।
তুইও আমার অনেক পরিবর্তন দেখেছিস।

তুই বলেছিলিস দুইজনে একসঙ্গে
যাবো না ফেরার দেশে।
কিন্তু তুই তো আমাকে না নিয়ে চলে গেলি।

প্রতিদিন সন্ধ্যায় তোর আর আমার
কবিতা পাঠের আসর বসতো।
আমি গর গর করে কেমন
নিজের কবিতা পাঠ করতাম।
তুই মুগ্ধ হয়ে শুনতিস।

এখন আমি আর গর গর করে
কবিতা বলতে পারিনা।
সব ভুলে যায় কেমন কেমন
বয়স বাড়ছে তো আমার।

কিন্তু তোর তো চলে যাওয়ার
বয়স হয়নি এখনও?
তাহলে বল তুই কেন চলে গেলি হঠাৎ?
আমাকে একলা রেখে।