কেমন আছো?
বিশ্বজিৎ দাস (ময়ূর)
জানো প্রিয়?
আমার না খুব জানতে ইচ্ছে করে,
কেমন আছো তুমি?
আজও কি তুমি আমায় নিয়ে
মনের সুখে কাব্য করো?
সত্যি করে বলতো
আজও তুমি কি আমাকে মনে করো?
আর হেঁয়ালি কোরো না তো
সত্যি করে বলো তো আমায়,
আজও কি তুমি আমায় ভালোবাসো?
ঐদিকে কি দেখছো
আমার চোখের দিকে তাকাও
লজ্জা পাও তুমি আমাকে?
তোমার ওই মিষ্টি হাসি যে
আমাকে বারবার ভালবাসতে বাধ্য করাই।
সেটা কি জানো তুমি প্রিয়?
আবার ওই দিকে কি দেখছো
আমার চোখের দিকে তাকাও
মনে পড়ে তোমার?
বলেছিলে থাকবে আমার সাথে।
কোথাই গেলো তোমার সেই সব কথা
সত্যি করে বলতো আমায়
কেমন আছো তুমি আমাকে ছাড়া?