কে দেখে তাহারে
বিশ্বজিৎ দাস


এই শীতের রাতে আমরা
কেমন আনন্দে বিছানাতে শুয়ে।
লেপ, কম্বল মুড়ি দিয়ে
দেদার ঘটা পটার  ঘুম ।

শীতের নেই কোনো চিন্তা,
শীতের নেই কোনো ভাবনা।
নেই কোনো লেপ কম্বলের
অভাব এই বিরাট শীতের।

আচ্ছা আমরা কী
কখনো ভেবে দেখেছি?
ওই বাসস্ট্যান্ডে বসে থাকা
বিপন্ন ওই মানুষটির
কী কখনো ঠান্ডা লাগেনা?

হয়তো তারও অনেক ঠান্ডা লাগে।
তবু সে বলে না তো কাউকে ।
সে তো সবকিছু হারিয়ে
নিঃস্ব অবস্থায় আজ ওখানে বসে।

কে দেখে তাহারে ?
ক্ষুদে বলে আমার কথাও
শোনে না তো কেউ রে।
তাই তো এই প্রতিবাদ নিয়ে
লিখি আমি প্রতিবাদী কবিতা।