কাছে গেলে
বিশ্বজিৎ দাস (ময়ূর)


এ কি কথা বলো তুমি,
কেনো ভালোবাসো না!
কাছে এসে কেনো তুমি
কাছে যেতে দাও না?

দূরে গেলে বলো তুমি
কেনো কাছে আসো না!
কাছে গেলে দেখি তুমি
কাছে ডেকে নাও না।

কাছে যতো যায় আমি
দাও দূরে সরিয়ে।
মিছি মিছি তুমি শুধু
দাও মোরে ভুলিয়ে।

মাঝে মাঝে বলো তুমি
দাও মোরে সরিয়ে।
ভালোবাসি বলে শুধু
পারিনা আর সরাতে।