যদি পাও
বিশ্বজিৎ দাস (ময়ূর)
তোমার কাছে থাকবে যখন
ব্যাপক টাকাকড়ি।
না চাইলেও মানুষ তোমায়
করবে খোঁজাখুঁজি।
পকেট যখন শূন্য হবে তোমার ,
তুমি বুঝতে পারবে আপন মানুষ কোন গুলি !
চিনতে শিখবে তখন তুমি ,
তোমার সঙ্গে ঘোরা
লোভী মানুষগুলি।
মানুষ তোমায় চায়না গো
শুধু চাই টাকাকড়ি।
তাহলে হঠাৎ হঠাৎ কেন তুমি
ভুলে যাও এই কথাগুলি ?
এতকিছুর মাঝেও
যদি পাও একখানি বিশ্বস্ত সঙ্গী !
দেখবে তখন তোমার জীবনে ,
আর কিছু থাকবে না চাওয়ার বাকি।