কবিতার নাম:- জীবন তরী
কলমে :- বিশ্বজিৎ দাস (ময়ূর)

কালের তরী ডুবলো ঘাটে;
নামল বৃষ্টি মুষলধারে।
এই বুঝি প্রান গেলো আমার
তোমার দেখা পেয়ে।

জানতাম আমি তোমার হাতে
মৃত্যু লেখা থাকবে।
তাইতো তোমায় কাছে পেতে
ভয় জাগে মোর প্রানে।

ভয়ে ভয়ে কাটতো দিন
তুমি আসবে বলে;
না জানি মোর তোমার সাথে
কবে দেখা হবে।

অবশেষে ডুবলো তরী
জীবন নদীর ঘাটে
পেলাম না বাঁচার পথ
তোমার হাত থেকে ।