কবিতার নাম :- জামাই আদর।
কলমে:- বিশ্বজিৎ দাস (ময়ূর)


গিন্নি, তুমি জ্বালায় মারলে
শেষ করে দিলে মাথা খানা।
সকালবেলা উঠতে না উঠতেই
বলছো বাজারে যা। ( যাও)

একটি মাত্র জামাই তোমার
তাই খুশিতে আত্মহারা।
বোঝো না তো জামাই আসলে
কি হয় আমার পকেটের অবস্থা।

আনন্দে তুমি ডগো মগো
নেহাত করছো বাহানা।
ইলিশ মাছের দাম জানো না তো
তাই তোমার এত বাহানা!

জামাই আসবে ভালো কথা
জামাইয়ের হাতে দিতে পারো তো
বাজারের ব্যাগখানা!
ছিঃ ছিঃ শিমলার বাপ
কেমন কথা বলো তুমি
বোঝো না মায়ের মন খানা।

জামাইয়ের হাতে দিলে
বাজারের ব্যাগ খানা
তাহলে কি আর রইবে  
তোমার মান সম্মানের ব্যাপারটা।

ছাড়ো ছাড়ো বাদ দাও।
দাও আমার হাতে বাজারের ব্যাগ খানা।
না হয় বাকি করেই নিয়ে আসি,
তোমার প্রিয় ইলিশের মাথাখানা।

নাও তো শিমলার মা,
খুলে দেখো তো বাজারের ব্যাগ খানা।
যা যা বলেছিলে নিয়ে এসেছি সব খানা।
এবার দেখো তো পছন্দ হয় কিনা!