ইচ্ছাগুলো।
বিশ্বজিৎ দাস ( ময়ূর )


তোমার না পাওয়া চাওয়া গুলো,
আমার অভাব থাকা সত্ত্বেও
তোমাকে মিটিয়ে দিয়েছি বারবার।

তোমার বৃষ্টিতে ভিজতে চাওয়ার ইচ্ছা গুলো,
আমার বারণ থাকা সত্ত্বেও
ইচ্ছে গুলো পূরণ করেছি বারবার।

তোমার না বলা অভাব গুলো
আমি বারবার বুঝে গেছি,
শুধু তুমি বোঝোনি আমার অভাব গুলো।

আমার কোন কিছুরই অভাব ছিলো না,
অভাব ছিলো শুধু তোমার ভালোবাসার।

তোমার জীবনের প্রত্যেকটা দুঃখে
তোমার সঙ্গে ভিজেছি আমি,
শুধু তুমি ভেজোনি আমার দুঃখে।

আমি শুধু চেয়েছিলাম তোমার
ভালোবাসার হালকা স্পর্শ সুখ,
সেটাও তুমি আমাকে দাও নি।