গ্রীষ্মের পড়ন্ত দুপুরে
বিশ্বজিৎ দাস (ময়ূর)
গ্রীষ্মের পড়ন্ত দুপুরে ,
না পাই কাউকে দেখিতে।
জনমানবহীন দুপুরে
বিছানা হতে হাত পা নাড়িয়ে ;
দরজা খুলে লক্ষ্য করি ,
প্রকৃতির সজীবতাকে।
গ্রীষ্মের পড়ন্ত দুপুরে ,
না পাই কাউকে দেখিতে।
সোনালী রৌদ্রে ,
কোমল বাতাসে
ফিরে আসুক মানুষের সজীবতা
এই হয় প্রার্থনা।
গ্রীষ্মের পড়ন্ত দুপুরে ,
না পাই কাউকে দেখিতে।
প্রখর রোদ থেকে মুক্তি পেতে চায়
মানুষের ছানারা।
কবি মন ঘর থেকে দু পা ফেলিয়া
লক্ষ্য করে , আমের গাঁয়ে
শিশুদের প্রতিভা।
গ্রীষ্মের পড়ন্ত দুপুরে ,
না পাই কাউকে দেখিতে।