এমন কবিতা !
বিশ্বজিৎ দাস (ময়ূর)
এমন কবিতার লিখতে চাইনি !
যে কবিতায় তুমি থাকবে না
আর তোমাকে নিয়ে ভাবা যাবেনা।
এমন কবিতার লিখতে চাইনি !
যেখানে তোমার রূপের বর্ণনা থাকবে
আর সেই রূপে অন্যজনের নজর লাগবে।
এমন কবিতা লিখতে চাইনি !
যে কবিতাই মান-অভিমান থাকবে ,
ছেড়ে চলে যাওয়া থাকবে।
আমি এমন কবিতা লিখতে চাইনি !
যেখানে তুমি আমাকে অবহেলা করে
অন্যজনের হতে চাইবে।
আমি এমন কবিতা লিখতে চেয়েছিলাম ,
যেখানে শুধু তুমি আর আমি থাকবো
আর থাকবে ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা।