ধ্বংসের আভাস
বিশ্বজিৎ দাস (ময়ূর)
তার মুখের সরলতা প্রতিবার
প্রেমে পড়াই আমাকে।
শত অন্যায়ের পরেও
তার মৃদুস্বরে বলা- "ক্ষমা করো"কথাটি
বারবার প্রেমে পড়াই আমাকে।
তার প্রতি ভালোবাসা আমার অনন্তকালের।
তার চুলের মাধুর্যতায় কি অপূর্ব সুগন্ধ !
তার নূপুরের আওয়াজ-এ পুরো বাংলা জেগে ওঠে।
তার মৃদু কোমল স্বরে আমি প্রতিবার আমার
ধ্বংসের আভাস দেখি।