চুপি চুপি
বিশ্বজিৎ দাস। ( ময়ূর )
আমার বাড়ির বারান্দায়
বিরাট এক আয়না।
সেখানটাতেই দেখি আমি
আমার সমস্ত নাটঙ্কিপনা।
রোজ সকালে লক্ষ্য করি ,
এক যে চড়ুই ছানা।
তার উপস্থিতি সর্বদা
আমার বাড়ির আয়না।
তারও বুঝি দেখতে ইচ্ছা হয়
তার সমস্ত নাটঙ্কিপনা।
সেদিন ভোরে লক্ষ্য করি ,
সে আয়নার সঙ্গে করছে,
তার বেহুশিয়ারি নাটঙ্কিপনা।
ঠোকর ঠোকর ঠুক ঠুকা ঠুক
শব্দে আয়নার সঙ্গে চলছে
তার বিরাট মজা।