ছোট্ট ছেলের বায়না
বিশ্বজিৎ দাস (ময়ূর)

ওরে আমার ছোট্ট ছেলে ,
কেনো করিস এতো বায়না ?
তোকে নিয়ে যাবো আমি ,
রাম সীতার ওই মেলা।

বটগাছের তলায় বসবে
বিরাট ওই মেলা।
ঢং ঢঙা ঢং ঘুরবে ওগো
নাগোরদোলার দোলনা।

কিনে দেবো রং-বেরঙের
নিত্য নতুন খেলনা।
দেখবো তখন কেমন কাঁদিস
আর কেমন করিস বায়না !

পেট পুরে খাবি তুই
জিলাপি আর ফুচকা।
আর যা চাবি তুই ,
তাই পাবি তুই খোকা।

বাড়ি ফেরার পথে দেবো
মস্তো বড়ো এক ডালা।
দেখবো তখন ছোট্ট ছেলে ,
কেমন করিস তুই বায়না।