চলে যেয়ো না।
বিশ্বজিৎ দাস (ময়ূর)


শীতের সন্ধ্যায় কামিনী গাছের তলায়
আমি আর আমার প্রিয় প্রেমিকা।
প্রেমিকার সিক্ত শীতল হাত
আমার হাতের উপর।

মৃদু মৃদু বাতাসে সারা শরীর
কাঁপিয়ে চলছে ক্রমাগত।
মৃদু মৃদু বাতাসে প্রবাহিত হচ্ছে কামিনী
ফুলের মাধুর্যময়ী অপূর্ব এক গন্ধ।

তার চুলের অপরূপ গন্ধের সাথে
কামিনী ফুলের গন্ধের সংমিশ্রণে
প্রাণ উজাড় করা এক গন্ধ।
আমাকে ক্রমশ্য মাতাল করে দিচ্ছে।
তার মৃদু হাসিতে আমি
চেয়ে চেয়ে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম।

তার সাদা চশমার পিছনে
চাঁদের মতো মায়া ভরা চোখ।
আমার দিকে চেয়ে রয়েছে অবিরত।
মুখ ফেরানো যায় না
তার রসস্ফীতো চোখের থেকে।

তার চোখ আমাকে ক্রমশ্য
ইশারা করে বলে যাচ্ছে
চলে যেয়ো না!
এই রাত শুধু আমার আর তোমার।