কবিতার নাম :- চিনতে কি পারবে !
কলমে :- বিশ্বজিৎ দাস (ময়ূর)


বেশ কয়েক বছর পরে তোমায়
কেমন যেন লাগবে !
সেদিনও কি তুমি আমায় দেখে
ঘোমটা মুখে টানবে ?
নাকি সেদিনও তুমি আমায় দেখে
পালিয়ে যাবে ঘরে !

বেশ কয়েক বছর পরে তোমায়
কেমন যেন লাগবে !
সেদিনও কি তুমি আমায় দেখে
এড়িয়ে চলে যাবে ?
নাকি ভালোবাসায় আবার তুমি
নিজের কাছেই টানবে !

বেশ কয়েক বছর পরে তোমায়
কেমন যেন লাগবে !
সেদিনও কি তুমি আমায় নিয়ে
তোমার প্রিয় স্টেশনে যাবে ?
নাকি সেদিন তুমি আমায় নিয়ে
আবার নদীর ধারে বসতে চাইবে ?

বেশ কয়েক বছর পরে তোমায়
কেমন যেন লাগবে !
সেদিনও কি তোমার মুখে আজকের
মতো এতটাই হাসি থাকবে ,
না কি আমায় দেখে তোমার হাসি
মৃদু হয়ে যাবে ?

বেশ কয়েক বছর পরে তোমায়
কেমন যেন লাগবে !
সেদিনও কি তুমি আমায়
এতটাই ভালোবাসবে ?
না কি আমায় দেখে লজ্জাতে
মুখ ঢাকবে ?

বেশ কয়েক বছর পরে তোমায়
কেমন যেন লাগবে !
আদৌও তুমি আমায় সেদিন
চিনতে কি পারবে ?
না কি সেদিন তুমি আমায় দেখে
এড়িয়ে চলে যাবে?