ভুবনহারা পথিক
বিশ্বজিৎ দাস (ময়ূর)


ভুবনহারা পথিক আমি,
এই ভুবনেই থাকি।
আশেপাশে শুধু আমি
নিজের ছায়াই দেখি।

নিজের ছায়া দেখতে দেখতে
অলস হয়ে পড়ি।
তখন শুধু মনে মনে
নিজের কথাই ভাবি।

কোন দোষের পথিক হয়ে
জন্মালাম আমি!
এর চেয়ে ভালো ইট হলে
করতাম কতো বাড়ি।

তবে মাঝে মাঝে দেখি আমি
কেউবা এসে বসে।
কেউবা আমায় এড়িয়ে গিয়ে
সুখের ঘর খোঁজে।

তখন আর কি করবো?
একলা বসে নিজের কথাই ভাবি
কোন দোষের পথিক হয়ে
জন্মালাম আমি।