ভালোবাসার দিনে
বিশ্বজিৎ দাস (ময়ূর)
ভালোবাসার দিন আজ,
ভুললে কি আর চলে!
তাইতো আমি সময় করে
এসেছি আজ আগে।
কি আর দেবো তোমায় আমি?
নেই তো কিছু কাছে।
তাইতো আমি পলাশ নিয়ে
এসেছি তোমার কাছে।
ভালোবাসার দিনেই আজ
বলবে কি তুমি আমাকে?
"ভালোবাসি আমি তোমায়।
রেখো তোমার কাছে।"
অবশেষে সময় হলো
এলে আমার কাছে।
বুকের মাঝে ধিক ধিক করে
তোমায় কাছে পেয়ে।
কি বলবো ভেবে না পেয়ে!
আড়াল হলাম নিজে।
লজ্জা আমার কবে কাটবে,
ভাবি বসে বসে।
তারপরেতে তুমিই আমার
হাতটি ধরলে চেপে।
দেখতে দেখতে পঞ্চাশ বছর
এভাবেই গেলো কেটে।