ভালোবাসা দিও
বিশ্বজিৎ দাস (ময়ূর)


তোমার সাথে যেদিন আমার
আবার দেখা হবে,
সেদিন তুমি আমায় ডেকে
ভালোবাসা দিও বুক ভরে।

আমি শিউলি ফুলের মালা
দেবো তোমার চিকন হাতে।
তুমি শুধু একটুখানি
ভালোবাসা দিও মোর প্রাণে।

আর কিছু চাইনি আমি
তোমার কাছ থেকে।
তুমি শুধু ভালো বেসে
থেকো আমার পাশে।

ভালোবাসা দেবে না আমায়
জানতাম না তো আগে !
আগে জানলে তোমায় আমি
ডাকতাম না আর কাছে।