বাংলাতে এসো
বিশ্বজিৎ দাস। ( ময়ূর )
বাংলার রূপ দেখতে চাইলে ,
তুমি বাংলাতে এসো।
বাংলাকে ভালোবেসে থাকলে ,
তুমি বারবার বাংলাতে এসো।
শহরের দম বন্ধ করা
যানবাহনের আওয়াজে
তোমার দম বন্ধ হয়ে এলে
তুমি বাংলাতে ফিরে এসো।
শহরের রাজপথে তুমি
পথ হারিয়ে ফেললে
বাংলার সরু মেঠো পথে
এসে নিজেকে খুঁজো।
শহরের কর্দমাক্ত জলে কি
ডুবে থাকা যায় !
তুমি ডুবে থাকতে চাইলে
বাংলার নদীতে এসো।
শহরে কর্দমাক্ত জলে
হাঁস ,কচুরিপানা দেখতে না পেলে
তুমি বাংলার পুকুর ঘাটে
কিংবা নদীর ধারে এসে বসো।
তুমি বাংলাকে উপভোগ
করতে চাইলে
শহরে না থেকে তুমি বরং
একবার বাংলাতে এসো।