কবিতার নাম :- বাংলার কথা।
কলমে :- বিশ্বজিৎ দাস (ময়ূর)
( বিশেষ তাৎপর্য প্রতি লাইনে চারটি করে শব্দ।
মোট লাইন সংখ্যা ১৮ )
আমি গর্বিত আমি বাঙালি;
আমি গর্ব অনুভব করি
আমি বাংলায় কথা বলি।
বাংলা আমার মায়ের ভাষা
তাই আমি বাংলাকেই আমার
হৃদয়ের সঙ্গে যুক্ত করি।
আমি বাংলায় প্রেমে পড়ি
আর বাংলাতেই ভালোবেসে বলি
"আমি শুধু তোমাকেই ভালোবাসি।"
বাংলার সরু মেঠো পথে
আমি কাঁদার গন্ধ খুঁজি
সেখানেই আমি নিজেকে ভালোবাসি।
বাংলায় আমি বাংলার কবি
জীবনানন্দ দাশের কথা বলি
তার কবিতাকেই ভালোবেসে ফেলি।
বাংলায় আমার সংস্কৃতির গান,
বাংলায় আমার একুশে ফেব্রুয়ারি,
বাংলায় আমার ধ্যান জ্ঞান।