কবিতা :- বড়ো হয়ে গেছি
কলমে :- বিশ্বজিৎ দাস (ময়ূর)


যে বন্ধুটাকে ছাড়া দিনের একটা
সময়ও কাটতে চাইতো না।
তাকে ছাড়া বছরের পর বছর
কাটিয়ে ফেলছি আমরা।
সত্যিই অনেক বড় হয়ে গেছি আমরা !

গ্রীষ্মের পড়ন্ত দুপুরে খাওয়া-দাওয়ার পর ,
ফন্দি করে বাইরে চলে যাওয়া
ছেলেটিও আজ গ্রীষ্মের পড়ন্ত
দুপুরে বিশ্রাম চাই।
সত্যি অনেক বড় হয়ে গেছি আমরা !

বাড়ির বিস্কুটের কৌটৌ থেকে ,
চুরি করে বিস্কুট খাওয়া ছেলেটিও
আজ একটা বিস্কুটও ছুঁয়ে দেখতে চায় না।
সত্যি অনেক বড় হয়ে গেছি আমরা !

বাড়িতে পছন্দমতো রান্না না হলে
যে ছেলেটি ভাত খেতে চাইতো না।
সেই ছেলেটিকেই আজ যা দেওয়া হয়
কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নেয়।
সত্যিই অনেক বড় হয়ে গেছি আমরা !

যে ছেলেটির দিন-রাত
কোনো কিছু হলেই চেঁচামেচি শুরু করতো ,
সেই ছেলেটিই আজ কোনো কথা না বলে
নিরবে সবকিছু সহ্য করে নেয়।
সত্যি অনেক বড় হয়ে গেছি আমরা !