কবিতা নাম :- বাংলার মুখ।
কলমে :- বিশ্বজিৎ দাস (ময়ূর)
উঠে বসো খোকা,
চেয়ে দেখো বাংলার মুখ।
কতদিন শুয়ে কাটাবে তুমি,
চেয়ে দেখো বাংলার মুখ।
দেখো হলুদ শস্য খেতে
মৌমাছিদের গুনগুন।
শিশির ভেজা সকালে শোনো,
বধূর পায়ের নূপুরের টুং টুং।
ওই দেখো গাছের মাথায়
বাবুই পাখির বাসা।
ওই দেখো সবুজ খেতে
কৃষকের ভালোবাসা।
উঠে বসো খোকা,
চেয়ে দেখো বাংলার মুখ।