কবিতার নাম :- বাঁধো আমাকে
কলমে :- বিশ্বজিৎ দাস (ময়ূর)


ধরো আমাকে,
বাঁধো আমাকে।
প্রয়োজনে শিকল পড়াও আমাকে,
তবুও ছেড়ো না আমাকে।

সমাজের যত অন্যায়
সব লিখে দেবো, আমি
আমার কবিতাতে।
তাই শিকল পড়াও আমাকে।

আমিই সেই প্রতিবাদী কবি।
সমাজের যত অন্যায়
সব লিখি আমি আমার কবিতাতে।
তাই শিকল পড়াও আমাকে।

প্রথমেই ধরো আমাকে,
আমি পালানোর চেষ্টা করব।
তোমাদের অন্যায় কাজ লেখার জন্য।
তাই বাঁধো আমাকে।

প্রয়োজনে মেরে ফেলো আমাকে।
তবুও ছেড়ো না আমাকে
না হলে বাঁচতে পারবে না তোমরা
আমার কলমের আঘাতে।