বাঁচো
বিশ্বজিৎ দাস ( ময়ূর)


যেখানে তুমি সঠিক ,
যেখানে নেই ,
তোমার কোনো অন্যায়।
তাহলে সেখানে ভয় কিসের তোমার !
তীব্র গলায় চিৎকার করো
খুলে ফেলো মুখোশধারীদের মুখোশ।

ওরা দেখেছে তোমার নিরবতা ,
দেখেনি তোমার সাহসিকতা।
তুমি জানো তুমি অন্যায়কারী নও ,
তাহলে ভয় হবে কেনো তোমার ?
প্রতিবাদ করো।


ওরা তোমাকে অস্ত্রে আক্রমণ করেছে।
তুমি  অস্ত্রে নয় ,
তুমি তীব্র বাক্যবানে আক্রমণ করো।
আর চুপ নয় , কথা বলো ,
প্রতিবাদ করো ,
প্রতিবাদ করে বাঁচো।