কবিতার নাম :- আত্ম উপলব্ধি
কলমে :- বিশ্বজিৎ দাস (ময়ূর)

শৈশবের ওই দিনগুলো
ছিলো বেশ মজার।
ছিলো না বেশি চাওয়া পাওয়া
তাই হয়তো ছিলো না তেমন দুঃখ ব্যথা।

সকাল থেকে কান্না করে
মিলতো কিছু টাকা।
দুই টাকাতেই খুশি হতাম
লাগতো না কুড়ি টাকা।

দুপুরবেলা আসত না ঘুম
করতাম বাহানা।
ফন্দি করে বাইরে যেতাম
করবো বলে খেলা  

বাড়ি ফিরলে দুঃখ ছিলো
আমার কপালে।
কোথায় গিয়েছিলিস খোকা তুই ?
আমাকে না বলে।

পিঠের উপর বাজতো ঢাক
কে বাঁচায় খোকারে !
কি ভুল করেছিস তুই
দুপুরবেলা না ঘুমিয়ে।

রাগের শেষে সন্ধ্যা বেলা
ডাকতো মা নিজের কাছে।
সব রাগ চলে যেতো
ভালোবাসা আর হাম্পি পেয়ে।