কবিতার নাম :- আমিও বাঁচতে চেয়েছিলাম
কলমে :- বিশ্বজিৎ দাস (ময়ূর)
সেদিনও সূর্য উঠেছিল;
দিনটা ছিল বেশ রঙিন।
কে জানত!
সেই রঙিন দিনেই লেখা থাকবে
আমার জীবনের শেষ দিন।
কি অপরাধ ছিল বলো আমার?
প্রশ্ন থাকলো তোমাদের কাছে।
মেয়ে হয়ে জন্মগ্রহণ করাটাই
কি দোষ তোমাদের কাছে!
নাকি মেয়ে মানুষ হয়ে ডাক্তার হবে
এটা মেনে নিতে পারো নি কোনো মতে!
জবাব দিও তোমার;
আমার বাবা মায়ের কাছে।
কতো স্বপ্ন দেখেছিল তারা
শেষ করে দিলে সব তোমরা।
সারা শরীর ক্ষতবিক্ষত করলে তোমরা।
আমি পারলাম না,
তোমাদের হিংস্র জানোয়ারের রূপ থেকে
নিজেকে রক্ষা করতে।
সেই রাতে চেঁচিয়ে ছিলাম আমি,
অঝরে করেছিলাম কান্না।
কিন্তু কে শোনে আমার ডাক!
তাইতো আজ আমি একা।
বাঁচতে চেয়েছিলাম আমিও,
চেয়েছিলাম মানুষের সেবা করতে,
কিন্তু সে স্বপ্ন সত্যি হলো না কোনোমতে।