আমি যদি পাহাড় হতাম
বিশ্বজিৎ দাস


এক মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে
আমার মনের মধ্যে হাজারও প্রশ্নের সঞ্চার হল,
আচ্ছা আমি যদি পাহাড় হতাম !
সোনালী নীল আকাশের নিচের পাহাড়
সৃষ্টির অকথ্য ভয়ে আমি লুকিয়ে থাকতাম
সোনালী নীল আকাশের নিচে।
আচ্ছা আমি যদি পাহাড় হতাম !

মেঘ যখন ডাকতো আমি তো,
মায়ের আঁচলের নিচে আশ্রয় নিতাম।
আচ্ছা আমি যদি পাহাড় হতাম
মায়ের আঁচলের নিচে কি
আমি আশ্রয় নিতে পারতাম?
আচ্ছা আমি যদি পাহাড় হতাম !

ভোরের সোনালী রোদ্দুরে
রোদ কি আমাকে ডাকত যে -
কি ভাই ওঠো এবার
অনেক তো বিশ্রাম নিলে।
আচ্ছা আমি যদি পাহাড় হতাম !
আবার বৃষ্টি কি এটা বলত যে
যাও - তোমাকে স্নান করিয়ে দিলাম ।
তুমি এখন বীর শহীদের জন্মস্থানের
পবিত্র মাটির পবিত্র পাহাড়।
আচ্ছা আমি যদি পাহাড় হতাম !

শীতের কুয়াশামাখা ভোরে
কুয়াশা কি আমাকে ভিজিয়ে চলে যেত ?
আবার সে কি চেচিয়ে বলতো নাকি
ভাই দিলাম এক ফোঁটা শিশির লিখে রেখো।
আচ্ছা আমি যদি পাহাড় হতাম !
আবার কখনো মানুষ কি
আমাকে দেখে আফসোস করতো যে
আচ্ছা আমি যদি পাহাড় হতাম !