কবিতার নাম :- আমি আর তুমি
কলমে :- বিশ্বজিৎ দাস (ময়ূর)


আচ্ছা আমি যদি বলি নদী হবো !
তুমি কি আকাশ হতে চাইবে ?
এ মা না না ।
আকাশ হতে চাইবো কেন !
আকাশ হলে তো , তুমি আমাকে
স্পর্শ করতে পারবে না।
তোমার ভালোবাসার স্পর্শ সুখও তো
আমি অনুভব করতে পারবো না।
তাই আমি আকাশ হতে চাই না।
আমি বরং বৃষ্টি হব।
তোমার মন খারাপের দিনে ,
আমি বারবার তোমার কাছে যাবো।
তোমাকে ভালোবেসে বারবার
আমার কাছেই টেনে নেবো।
চাইলেও তুমি আমাকে কখনও
দূরে সরাতে পারবে না।
আর আমি বৃষ্টি হয়েই
বারবার তোমার কাছে যেতে চাইবো।