অমলকান্তি ও ঈশ্বর
বিশ্বজিৎ দাস (ময়ূর)
হ্যাঁ গো ঈশ্বর ,
আমি রোদ্দুর হতে চেয়েছিলাম।
বলো , কেনো তুমি আমাকে
রোদ্দুর করে দিলে না ?
কি অপরাধ ছিলো বলো আমার
রোদ্দুর হতে চেয়ে !
আমার বন্ধুরা কেউ
মাস্টার হতে চেয়েছিল ,
কেউবা ডাক্তার কিংবা উকিল।
সকলেরই সব ইচ্ছা পূরণ করে দিলে।
তাহলে আমাকে কেন তুমি
রোদ্দুর করে দিলে না ?