অযথা হাসি
বিশ্বজিৎ দাস (ময়ূর)


আমায় দেখে হাসো যারা
বলছি তাদের শোনো,
মাথাই হয়তো গোবর পোড়া
তাই তোমরা হাসো।

হেতু ছাড়া কেনো তোমরা
আমায় দেখে হাসো?
হেতু দেখিয়ে তবেই না হয়
দাঁত বেকিয়ে হেসো।

বয়স তোমারো বাড়ছে শোনো
হিসাব নাইবা রাখো;
অযথা মজা ঠাট্টার বিষয়টি
এবার বাদ দিয়ে চলো।

হাসার কোন কারণ নেই
তবুও তোমরা হাসো
কি আর বলবো তোমায়
হেসে না হয় খুশি থাকো।