অবহেলা
বিশ্বজিৎ দাস (ময়ূর)
ভালোবেসে বাড়লো মোদের
মনের কতো কথা।
ভালোবাসা দিতাম শুধু
করবো না বলে কাছ ছাড়া।
এইভাবে চলছিল বেশ
বাড়ছিলো ভালোবাসা!
হঠাৎ হঠাৎ দেখা করে
বলতাম কতো কথা।
হঠাৎ করে একদিন সে,
মোরে করলো অবহেলা।
কি জানি কি হলো তার
বলতো না আর কথা!
তারপরেতে আমিই তাকে
ডাকলাম আমার কাছে-
বললাম তারে হঠাৎ করে
কেনো চলে গেলে?
হঠাৎ করে চলে যাবে
বলোনি তো আগে!
কি ভেবেছিলে, আমি তোমায়
যেতে দেবো না দূরে?
শুনল সে অবাক ভাবে,
বুঝলোনা সে কথা!
বুঝতো যদি সে আমায়
তাহলে তো থাকতো না কোনো ব্যথা।