মন

মনকে যদি বোঝা যেত,
বুঝে নিতাম সবার আগে ।
মনের কথা বুঝতে গেলে,
দুঃখ - ব্যথা সবার আগে।
মনকে যদি পাওয়া যেত,
কিনে নিতাম সবার আগে।
দুঃখ - ব্যথা যতই আসুক,
ভালো-মন্দ যে যাই ভাবুক।
মনকে আমি নিতাম খুজে,
মনের কথা নিতাম বুঝে।
বর্তমানে এসে দেখি।
মানুষ মানুষকে দিচ্ছে ফাঁকি।
তখন আমার বোধটি হলো;
মন বলে কি আর আছে নাকি?